প্রশাসনিক দায়িত্ব হাতে পেয়ে দেদার সরকারি কর্মীদের ছাঁটাই করছেন ধনকুবের এলন মাস্ক। স্পেসএক্স থেকে টেসলা এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁরই দখলে। ছাঁটাই অভিযানের প্রতিবাদ জানিয়ে জনতা রাস্তায় নামলেন ওয়াশিংটনেই।
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অতি দক্ষিণপন্থী প্রশাসন আমেরিকায় অভিযান চালাচ্ছে শ্রমজীবীদের বিরুদ্ধেই। এলন মাস্ককে বসানো হয়েছে নতুন একটি দপ্তর খুলে। যার নাম সরকারি দক্ষতা বিভাগ, ইংরেজি আদ্যক্ষরে ‘ডিওজিই’। এই দপ্তরই ছেঁটে চলেছে কর্মীদের।
শনিবার ওয়াশিংটনে টেসলা মোটর গাড়ির একটি ডিলারের দপ্তরের সামনে বিক্ষোভে নামেন শতাধিক মানুষ। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ে। অনেক গাড়ি বারবার হর্ন বাজিয়ে সমর্থন জানায় প্রতিবাদে।
দেখা যায় প্রতিবাদীরা গানের তালে তালে নাচছেন রাস্তাতেই। টেসলার গাড়িকে তাঁরাই বলতে থাকেন ‘নাজি কার’। তুলে ধরেন পোস্টার- লেখা তাতে ‘সেভ আওয়ার সার্ভিস’। কাজের সুযোগ রক্ষা করার এই আবেদন কেবল সরকারি কর্মীরা জানাচ্ছেন না। শামিল হয়েছে আমেরিকার বহু অংশ।
মাস্কের ‘দক্ষতা দপ্তর’ কয়েকমাসে ১ লক্ষ সরকারি কর্মীকে বরখাস্ত করেছে। আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি ডোানল্ড ট্রাম্পের অতি আদরের মাস্ককে নিয়ে অতি দক্ষিণপন্থী প্রশাসনের ভেতরেও বিরোধ লেগেছে।
সংবাদসংস্থা জানাচ্ছে, আরেক বড় শহর লস এঞ্জেলসে হয়েছে এমন বিক্ষোভ। মাস্ক বিরোধী বিক্ষোভ দেখা গিয়েছে সীমান্ত পেরিয়ে পাশের দেশ কানাডাতেও।
মাস্ক-ট্রাম্প যদিও ভারতের নরেন্দ্র মোদী সরকারের থেকে বিরোধিতার মুখে পড়ছে না। শুল্কযুদ্ধে ভারতকেও নিশানা করার পরও প্রায় চুপ ভারত। বরং, বৃহৎ দুই টেলিকম সংস্থা এয়ারটেল এবং রিলায়েন্স জিও স্যাটেলাইট ফোন পরিষেবার জন্য মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি করেছে।
Musk Protest
মাস্কের ছাঁটাই অভিযানের প্রতিবাদ খোদ ওয়াশিংটনে

×
Comments :0