QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 15 MAY 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১৫ মে ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  15 MAY 2025 3rd YEAR

বলতে পারো অমল কর নতুনপাতা, উত্তর : ১৫ মে ২০২৫,বর্ষ ৩

জিজ্ঞাসা

১. বিভিন্ন খেলায় বিভিন্ন বল-এর আন্তর্জাতিক ওজন কত?
২. এআইএফএফ-এর ২০২৪-২৫ বর্ষে (পুরুষ ও মহিলা বিভাগে) বর্ষসেরা ফুটবলার, সেরা গোলরক্ষক ও সেরা কোচ কারা?
৩. কাজী নজরুল ইসলাম-এর "বিদ্রোহী" কবিতা কবে প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
৪. কাজী নজরুল ইসলামকে কে কবে কেন "বিদ্রোহীকবি" উপাধি দেন?
৫. ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্ত কত কিলোমিটার?
৬. ভারতে ২০২৪ সালে মিলিয়নেয়ারের সংখ্যা কত?

জিজ্ঞাসা

১. বিভিন্ন খেলায় বল-এর ওজন:ফুটবল:৪১০-৪৫০ গ্ৰাম, বাস্কেটবল:৫৬৭-৬২৪ গ্ৰা., ক্রিকেট:১৫৫-১৬৩ গ্ৰা:,ভলিবল: ২৬০-২৮০গ্ৰা.,লনটেনিস:৫৬-৫৯গ্ৰা.,হকি: ১৫৫-১৬৩ গ্ৰা., গলফ: ৪৫.৯৩গ্ৰা.।
২. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ২০২৪-২৫ বর্ষসেরা খেলোয়াড় মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু,সেরা গোলরক্ষক বিশাল কাইথ,
সেরা কোচ খালিদ জামিল। মহিলাদের বর্ষসেরা  সৌম্যা গুগুলোথ ,সেরা কোচ সুজাতা কর।
৩. কাজী নজরুল ইসলাম-এর  'বিদ্রোহী' কবিতা ০৬/০১/১৯২২ সালে "বিজলী" পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এরপর মাসিক প্রবাসী পত্রিকায়, পরে মাসিক সাধনা পত্রিকায় এবং ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়।
৪. সাহিত্যিক ও 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী ২২/১০/১৯২২ সালে 'ধূমকেতু' পত্রিকায় কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে কবিকে "বিদ্রোহীকবি" উপাধি দেন।
৫. ভারত- পাকিস্তান এবং ভারত- বাংলাদেশ সীমান্ত যথাক্রমে ৩৩২৩ কিঃমিঃ এবং ৪০৯৬.৭০ কিঃমিঃ।
৬. ভারতে ২০২৪ সালে মিলিয়নেয়ারের সংখ্যা ৮৫,৬৯৮ জন (আমেরিকা,চিন, জাপানের পর ভারত চতুর্থ)।

Comments :0

Login to leave a comment