QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 8 MAY 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ৮ মে ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  8 MAY 2025 3rd YEAR

বলতে পারো অমল কর নতুনপাতা উত্তর : ৮ মে ২০২৫, বর্ষ ৩

জিজ্ঞাসা

১. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মকথা কী?
২. ২০২৪-২৫ বর্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ বিজয়ী কোন্ দল?
৩. জাতীয়তাবাদী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার সম্বন্ধে কে?
৪. প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে?
৫. কাশ্মীরের পহেলগামে কয়েকটি দর্শনীয় স্থানের নাম বলো।
৬. বিশ্বের কোন্ শহরে  মানুষ বা যানবাহন চলাচলের কোনো রাস্তা নেই?

সমাধান

১. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মকথা - ছেলেবেলা।
২.  দলের চার ম্যাচ বাকি থাকতেই ২০২৪-২৫ বর্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল দল  লিগ ম্যাচে টোটেনহ্যামকে ৫-১ গোলে হারিয়ে এই নিয়ে২০ বার লিগ চ্যাম্পিয়ন হয়।
৩. জাতীয়তাবাদী বিপ্লবী বাংলার প্রথম নারী শহিদ 
মাস্টারদা সূর্য সেন -এর বিপ্লবী দলের সদস্য 
প্রীতিলতা ওয়াদ্দেদার , (পদবি দাশগুপ্ত, 'ওয়াদ্দেদার' পূর্ব পুরুষদের প্রাপ্ত উপাধি ,ডাক নাম রানি , ছদ্মনাম ফুলতার, নন্দনকানন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা)
পাহাড়তলি ইউরোপীয়ান ক্লাব আক্রমণ করলে দলের  ১ জন নিহত হন,১১ জন আহত হন,২৪/০৯/১৯৩২
সালে তিনি আত্মহত্যা করেন।
৪. প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পী মান্না দে ( আসল নাম প্রবোধচন্দ্র দে) বাংলা হিন্দি মারাঠি গুজরাতি সহ ২৪ টি ভাষায় ৬০ বছরের বেশি সময় গান গেয়েছেন।পদ্মভূষণ পদ্মবিভূষণ ছাড়াও তিনি ফিলম ফেয়ার ও
ফালকে পুরস্কার জয়ী।
৫. কাশ্মীরের পহেলগামে অনন্তনাগ জেলার সমুদ্রপৃষ্ঠ
থেকে ৩৬৮৪ কিঃমিঃ উচ্চতায় অমরনাথ, মিনি- সুইজারল্যান্ড খ্যাত বৈসরন, তুলিয়ান লেক,  কোলাহাই হিমবাহ, মামলেশ্বর মন্দির, চন্দনওয়ারি, বেতাব ভ্যালি,
আরু ভ্যালি,কানিমার্গ, ইত্যাদি দর্শনীয় স্থান।
৬. আড্রিয়াটিক সাগরের উপর ১১৮ টি দ্বীপ ৪৩৮ টি সেতু  নিয়ে ইতালির ভেনিস শহরে মানুষ বা যানবাহন চলাচলে কোনো রাস্তা নেই।শুধু জল আর নৌপথ --নৌকা ওয়াটার বাস ওয়াটার ট্যাক্সিতে চলাচল ও মাল পরিবহন।

Comments :0

Login to leave a comment