Raiganj Municipality

দুর্নীতির প্রতিবাদে রায়গঞ্জ পৌরসভা অভিযান

রাজ্য জেলা

Raiganj Municipality

আবাস যোজনার ঘরের টাকা লোপাট হচ্ছে। হাউস ফর অল প্রকল্পে স্বেচ্ছাচারিতা হচ্ছে। অভিযোগ পৌরসভায় বেলাগাম দুর্নীতি হচ্ছে। দুর্নীতির প্রতিবাদে শুরু হয়ে গেল রায়গঞ্জ পৌরসভা অভিযান। ডাক দিয়েছে সিপিআই (এম) রায়গঞ্জ এরিয়া কমিটি। কয়েক হাজার মানুষের সম্মিলিত কন্ঠে আওয়াজ উঠছে দুর্নীতির বিরুদ্ধে। মানুষ সোচ্চার হয়েছেন শহরে চুরি ডাকাতি, পৌরসভার  স্বজন পোষণকারী পৌর প্রশাসকদের বিরুদ্ধে। মানুষ এদিন একত্রিত হয়েছেন ঘরে ঘরে পানীয় জল, নির্বাচনে প্রতিশ্রুতি ভঙ্গকারী তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের নাগরিকরা সিপিআই(এম)'র  ডাকা সুবিশাল মিছিল জমায়েত হন।  ছিলেন পার্টির রাজ্য নেতা পলাশ দাস, জেলা সম্পাদক আনোয়ারুল হক, তীর্থ দাস, উত্তম পাল,  সুরজিত কর্মকার, প্রদ্যোৎ নারায়ণ ঘোষ, রঞ্জন দাস প্রমুখ নেতৃবৃন্দ।

পার্টির রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস বলেন, গত পৌরসভার ভোট ঘরে ঘরে পানীয় জলে নির্বাচনী প্রতিশ্রুতি কোথায় গেল জবাব তৃণমূলকেই দিতে হবে। তিনি বলেন, 
সিপিআই(এম) পরিচালিত রায়গঞ্জ পৌরসভা পাকাপাকিভাবে ঘরে ঘরে পানীয় জল পৌছে দেওয়ার ব্যবস্থা করেছিলো। পরবর্তী পানীয় জলের ব্যবস্থা উধাও। ফের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তৃণমূল। সমস্ত নাগরিকরা এদিন সমবেত হয়ে রায়গঞ্জ পৌরসভা অভিযানে নেমেছেন।

Comments :0

Login to leave a comment