মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে ভগত সিং কোশিয়ারির পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের রাজ্যপাল হিসেবে রমেশ বইসকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
ছত্রপতি শিবাজী সম্পর্কে মন্তব্য ঘিরে মহারাষ্ট্রে বিতর্কের মুখে পড়েন কোশিয়ারি। তাঁর পদত্যাগের দাবি উঠেছে কয়েক মাস আগেই। জানুয়ারিতে কোশিয়ারির পদত্যাগ করতে চান বলে বিজেপি সূত্রে খবর।
রবিবার নিযুক্ত বইস দীর্ঘদিন বিজেপি’র সাংসদ ছিলেন। অটল বিহারী বাজপেয়ী মন্ত্রীসভার সদস্যও ছিলেন।
রবিবার মোট ১২ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল রদবদল করার নির্দেশিকা প্রকাশ করেছেন মুর্মু।
Comments :0