সকাল থেকে মিছিলের স্রোত দিল্লির রাস্তায়। বুধবার, ৫ এপ্রিল, মজদুর কিষান সংঘর্ষ মিছিলে পথ হাঁটছেন সারা দেশের মেহনতী জনতা।
মজুরির অধিকার, ফসলের ন্যায্য মূল্যের অধিকার, রেগার কাজ এবং মজুরির অধিকারের দাবিতে এই কর্মসূচি।
সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেত মজুর ইউনিয়নের ডাকে রামলীলা ময়দানে শুরু সমাবেশ।
নির্ধারিত সময়ের বহু আগে ভরে গিয়েছে দিল্লির রামলীলা ময়দান।
দেশের সর্বত্র টানা কয়েক মাস ধরে চলেছে প্রচার। শ্রমজীবীকে জাত, ধর্মের বেড়ায় ভেঙে রাখার প্রয়াসের পালটা গড়ে উঠেছে লড়াই। স্লোগান উঠেছে, মেহনতিকে দিতে হবে অধিকার।
Comments :0