আদানি প্রসঙ্গে সংসদে জেরবার শাসকদল বিজেপি। মোদী ঘনিষ্ট আদানির আচমকা সম্পত্তি বৃদ্ধি নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিজেপিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য এই প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খোলেননি। বরং সংসদের দুই কক্ষের ভাষণেই তাঁর আক্রমনের নিশানা ছিল কংগ্রেস ও রাহুল গান্ধী। আদানি প্রসঙ্গে দু একটি কথা যা বলেছেন তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সুপ্রিমকোর্টে আদানি প্রসঙ্গে একটি জনস্বার্থ মামলা প্রসঙ্গে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ‘এই বিষয়ে দেশের নিয়ন্ত্রকারী সংস্থা (আরবিআই ও সেবি) যথেষ্টই কৌশলের সঙ্গে দেখছে। এই প্রথম নয় তারা বরাবরই দক্ষতার সঙ্গে এই কাজ করে এসেছে।’ যদিও প্রথম থেকে এই একই উত্তর দিয়ে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আদানি নিয়ে শুক্রবার শুনানী হয় সুপ্রিমকোর্টে। প্রধানবিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সাধারণ মানুষের স্বার্থে আদানির হঠাৎ শেয়ার পতন ও তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের ভিত্তিতে বিশেষজ্ঞ দল গঠন করার পক্ষেই মত দেয়। তা নিয়ে সরকার ও সেবির মতামতও চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
Comments :0