Republic day

কর্তব্যপথে কুচকাওয়াজ, প্রশ্নে সাংবিধানিক গণতন্ত্র

জাতীয়

সাধারণতন্ত্র দিবস পালনে কুচকাওয়াজ শুরু হয়েছে দিল্লিতে। এবারই প্রথম কর্তব্য পথে হচ্ছে রাষ্ট্রীয় শৌর্য প্রদর্শন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। স্বাগত জানান প্রধান অতিথি মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসিকে। 

কিছু আগে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, "স্বাধীনতার অমৃতকালে ঐক্য রেখে এগিয়ে যেতে হবে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল করতে।" 

স্বাধীনতা সংগ্রামেরই ফসল দেশের সংবিধান। সংখ্যাগকিষ্ঠতার জোরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাংবিধানিক গণতন্ত্র বিপন্ন। বিরোধীরা বারবার সংবিধানকে রক্ষার লক্ষ্যে লড়াইয়ের ডাক দিয়েছেন। 

ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র রক্ষার শপথে কর্মসূচি পালন করছে সিপিআই(এম)। 

এদিনই সংযুক্ত কিষান মোর্চা গ্রাম ভারতে ট্রাক্টর মিছিল করছে। ফসলের ন্যূনতম দামের আইনের দাবি তো আছেই। রয়েছে বিদ্যুৎ বিল বাতিলের দাবিও। 

বুধবারই জামিন মিলেছে কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্রের। লখিমপুর খেরিতে গাড়িতে পিষে চার কৃষককে হত্যায় অভিযুক্ত মন্ত্রীপুত্র। 

Comments :0

Login to leave a comment