Rana Ayub case

টাকা তছরুপ মামলায় খানিকটা স্বস্তি রানা আয়ুবের

জাতীয়

গাজিয়াবাদ আদালতকে সাংবাদিক রানা আয়ুবের বিরুদ্ধে টাকা তছরুপ মামলার শুনানীর ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি কৃষ্ণ মুরারী ও ভি রামাসুব্রমনিয়ামের বেঞ্চ এই নির্দেশ দিলেও তারা সাফ জানায় মূল মামলার সঙ্গে এর কোনও সম্পর্ক। তবে রানা আয়ুব কেন দিল্লি হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে তা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গে রানা আয়ুবের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন যে গাজিয়াবাদে আয়ুবের প্রাণ সংশয় রয়েছে। 


আদালতে আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন কিছু দিন আগেই হিন্দু আইটি সেল টুইটে লিখেছে ‘আয়ুবকে সাত দিনের জন্য জেলে পাঠানো হোক তারপর বাকিটা দেখে নেব আমরা।’ এই হুমকির পর আয়ুবের পক্ষে গাজিয়াবাদ আদালতে যাওয়া সম্ভব নয় বলে জানান তার আইনজীবী। প্রসঙ্গত ২০২১ গত ১৩ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টর রানা আয়ুবের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ আনে। তাদের দাবি রানা জনসেবার নামে টাকা তুলছে সোস্যাল মিডিয়ার মাধ্যমে। এমনি বিদেশি দাতাদের কাছ থেকেও মোটা টাকা নিয়েছে। সেই নিয়েই গাজিয়াবাদ আদালতে মামলা চলছে। ২৭ জানুয়ারি সেখানেই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

Comments :0

Login to leave a comment