মোদী সরকারের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছে সিপিআই(এম)। পার্টির পক্ষ থেকে মঙ্গলবারই পলিট ব্যুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম ওয়াকফ আইন সংশোধনীর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করছেন। সেলিম সাংবাদিকদের বলেছেন, সারা দেশে সিপিআই(এম) সংবিধানবিরোধী এই সংশোধনী আইনের প্রতিবাদ করছে। আমরা বামপন্থীরা সংসদে বিরোধিতা করেছি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সড়কে বিরোধিতা করছি, আদালতে আইনি বিরোধিতাও করবো।
১৯৯৫ সালের ওয়াকফ আইনের যে সংশোধনী মোদী সংসদে পাস করিয়েছে তাকে ভারতের সংবিধান প্রদত্ত ধর্মীয় অধিকারের ওপরে আক্রমণ বলে অভিহিত করেছেন সেলিম। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, প্রতিটি ধর্মের নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দেওয়া হয়েছে সংবিধানে। আজকে মুসলিমদের ধর্মীয় অধিকারে আঘাত হানা সফল হলে কাল শিখদের অধিকারে, তারপরে আদিবাসীদের অধিকারে আক্রমণ হবে। সরকার সব জমি সম্পদ কেড়ে নিয়ে বেসরকারি হাতে দিয়ে মানিটাইজেশন করতে চাইছে। কেন্দ্রীয় সরকারের রেল বিমানবন্দর চালাতে পারছে না, বেসরকারি কোম্পানির হাতে তুলে দিচ্ছে। রাজ্য সরকার ট্রাম চালাতে পারছে না, ট্রামের জমি প্রোমোটারদের দিচ্ছে। যেগুলো সরকারের চালানোর কথা সেগুলো বেসরকারি হাতে দিচ্ছে, আর ধর্মীয় যে বিষয়গুলি অসরকারি পরিচালনায় থাকার কথা সেগুলি চালাতে চাইছে? উলটো কাজ? ওয়াকফ সম্পত্তি পরিচালনার বদলে সরকার হাসপাতাল আর বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনায় নজর দিক। সংবিধান নাগরিকদের ধর্মবিশ্বাস অনুসারে যা পরিচালনার অধিকার দিয়েছে তাতে হস্তক্ষেপ চলবে না।
সেলিম বলেন, ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বন্ধের প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে। কিন্তু বিজেপি এবং এরাজ্যের তৃণমূল কেউই তাতে উৎসাহী নয়। ১৯৯৫ সালের ওয়াকফ আইনের পরে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারই প্রথম ওয়াকফ ট্রাইবুনাল করে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বন্ধে উদ্যোগ নিয়েছিল। অন্য রাজ্যে বিজেপি এবং এরাজ্যে তৃণমূল নেতারা সরকারে এসে একের পর এক ওয়াকফ সম্পত্তি দখল করেছে, নাম পালটেছে। এখন ওয়াকফ আইনের সংশোধনীর নামে বিভাজনের রাজনীতির জন্য সাম্প্রদায়িক উসকানিতে নেমেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন মুখে বিরোধিতার কথা বললেও ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাস হওয়ার সময়ে দলের সব সাংসদকে বিরুদ্ধে ভোটদানের জন্য হাজির করাতে পারেননি কেন সেটার জবাব দিন।
Waqf Petition Salim
রেল চালাতে পারে না, ধর্মে আগ্রহ সরকারের, ওয়াকফ পিটিশন প্রসঙ্গে সেলিম

×
Comments :0