NEW ZEALAND SRI LANKA

টেস্টের ফয়সালা শেষ বলে,
‘মহাকাব্যিক’ বলছেন বীরু

খেলা

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টে জয় ব্ল্যাকক্যাপ্সদের। নিউজিল্যান্ডের জয় এবং শ্রীলঙ্কার অনবদ্য লড়াই ক্রাইস্টচার্চ টেস্টকে শেষ বল পর্যন্ত জীবন্ত রেখেছে। ক্রিকেট অনুরাগীদের নজর কেড়েছে বীরেন্দ্র সেহওয়াগের মন্তব্য। 

টুইটে সেহওয়াগ বলেছেন, ‘‘কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের অসাধারণ ইনিংস। মহাকাব্যিক টেস্ট ম্যাচ।’’ তাঁর সংযোজন, ‘‘নিউজিল্যান্ড একের পর ‘থ্রিলার’ পেশ করে চলেছে। টেস্ট ক্রিকেটই সেরা ক্রিকেট।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৩৫৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। দলের হয়ে অধিনায়ক করুণারত্নে করেন ৫০ রান। কুশল মেণ্ডিস করেন ৮৭ রান এবং ম্যাথিউস করেন ৪৭ রান। নিউজিল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন অধিনায়ক টিম সাউদি। 

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৭৩ রান তোলে নিউজিল্যান্ড। সেঞ্চুরি পান ড্যারিল মিচেল, করেন ১০২ রান। এছাড়াও ওপেনার ল্যাথাম করেন ৬৭ রান। শ্রীলঙ্কার হয়ে চার উইকেট পান অসিথা ফারনান্দো। 

দ্বিতীয় ইনিংসে ৩০২ রান তোলে শ্রীলঙ্কা। সেঞ্চুরি পান অ্যাঞ্জেলো ম্যাথিউস, খেলেন ১১৫ রানের ইনিংস। এছাড়াও ধনঞ্জয় দ্যা সিলভা করেন ৪৭ রান। ব্ল্যাকক্যাপ্সদের হয়ে চার উইকেট পান টিকনার। 

জবাবে ব্যাট করতে নেমে, ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচ সমানে সমানে টক্কর হলেও, জয়ের লক্ষ্যমাত্রায় পৌছতে অসুবিধে হয়নি ব্ল্যাকক্যাপ্সদের। ব্ল্যাকক্যাপ্সদের জন্য কেন উইলিয়ামসনের দুরন্ত সেঞ্চুরি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। 

কেন উইলিয়ামসন করেন ১২১ রান। সঙ্গে যোগ্য সঙ্গত দেন সেই ড্যারিল মিচেল। দ্বিতীয় ইনিংসে করেন ৮১ রান। 

নিউজিল্যান্ড জয়ী দুই উইকেটে। অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ড্যারিল মিচেল।

Comments :0

Login to leave a comment