প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে মহিলার গায়ে ছেটানো হয়েছে মদ। প্রতিবাদ জানালে কুলকুচির মতো ফের ছেটানো হয় মদ। স্ত্রীর সঙ্গে প্রতিবাদ করায় মারধর করা হয়েছে স্বামীকেও। এমনই গুরুতর অভিযোগ শান্তিপুরে।
পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনায় তীব্র ক্ষোভ নদীয়ার শান্তিপুর শ্যামবাজার এলাকায়। শনিবার রাতের এই ঘটনার রেশ রয়েছে রবিবারও।
ঘটনার জেরে নিমেষের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। মদের বোতল দিয়ে স্বামী-স্ত্রী এবং তাঁদের এক বন্ধুকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। উত্তেজনা সামাল দিতে ছুটে আসে দুই সিভিক ভলেন্টিয়ার। আসেন এলাকার যুবকরা। তাঁদের মধ্যস্থতায় সাময়িক নিষ্পত্তি হলেও আক্রান্ত স্বামী এবং বন্ধু হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় যান। আক্রান্ত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর রেল স্টেশন এবং গোডাউন মাঠের দিক থেকে পরপর তিনটি প্রতিমা নিয়ে শোভাযাত্রা কাশ্যপপাড়ার দিকে যাচ্ছিল। রাত দশটা নাগাদ একটি পুজোর উদ্যোক্তাদের কয়েকজনের সঙ্গে মোটরসাইকেল আরোহী ওই স্বামী-স্ত্রী’র বচসা হয়। শৌভিক কর এবং তাঁর স্ত্রী রিমি কর শান্তিপুর লাইব্রেরির পেছনে দত্তপাড়ায় বসবাস করেন।
শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই গৃহবধুর সাথে কথা বলে। স্বামীকে সুনির্দিষ্ট অভিযোগ শান্তিপুর থানায় জমা করতে বলে। পুলিশ তদন্ত শুরু করেছে।
SHANTIPUR WOMAN ATTACKED
শান্তিপুরে শোভাযাত্রা থেকে মদ ছেটানোর অভিযোগ, মারধর দম্পতিকে
×
Comments :0