মীর আফরোজ জামান: ঢাকা
ঐতিহাসিক ৭ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান) ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। যে ভাষণকে বাংলাদেশের স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা হিসেবে বিবেচনা করা হয়।
রেসকোর্স ময়দানে সমবেত লাখো মানুষকে সামনে রেখে শেখ মুজিব বলেছিলেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'। 
বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো।
ওই ভাষণে বঙ্গবন্ধু যেমন জনতার দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। 
এরপর ২৬ মার্চে হয় স্বাধীনতার ঘোষণা, ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
আওয়ামী লিগ প্রতি বছর নানা কর্মসূচির মাধ্যমে ৭ মার্চ পালন করত। দলটি ক্ষমতায় থাকতে দিবসটি পালনে রাষ্ট্রীয়ভাবেও নানা আয়োজন করা হতো। এবার ভিন্ন প্রেক্ষাপটে দিবসটি সামনে এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামি লিগ সরকারের।
অভ্যুত্থানের মুখে আওয়ামি লিগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হন। এখনও তিনি সেখানেই আছেন। দলটির শীর্ষস্থানীয় নেতাদের বেশির ভাগ পলাতক, অনেকে আছেন কারাগারে।
এদিকে শুক্রবার ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির মিছিল বের করে। মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে পুলিশ।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0