রাত ১১.২৩ মিনিটে ফাইনালে নামছেন বিনেশ ফোগট। আমেরিকার এস হিলডেব্রান্টের সঙ্গে লড়বেন মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে। বিনেশ প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি অলিম্পিকে ফাইনালে উঠলেন।
সাক্ষী মালিক অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন।
সাক্ষী, বিনেশরা গোটা দেশকে নাড়িয়ে দেন দিনের পর দিন রাস্তায় বসে থেকে। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নামেন। ব্রিজভূষণ বিজেপি সাংসদও ছিলেন। অভিযোগ নেয়নি দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করতে হয়েছিল। লড়াইয়ে পাশে পেয়েছিলেন বহু নাগরিককে। পাশে ছিলেন কৃষকরা।
আজ বিনেশ ফাইনালে ওঠার পর প্রশিক্ষক ‘দ্রোণাঢার্য’ মহাবীর ফোগট বলেছেন, “এই জয় ব্রিজভূষণের গালে চড়।”
প্রি - কোয়ার্টারে হারান বিশ্বের এক নম্বর তথা গতবারের সোনাজয়ী ওয়াই সুসাকিকে। ৩ - ২ পয়েন্টে জেতেন। কোয়ার্টার ফাইনালে হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭ - ৫ ব্যবধানে । সেমিফাইনালে বিনেশ কিউবার ওয়াই গুজমান লোপেজকে হারান ৫-০ ব্যবধানে।
কুস্তির ইভেন্ট বদলাতে হয়েছে বিনেশকে। ৫৩ কেজি বিভাগে ৫ বছর খেলার পর ৫০ কেজি বিভাগে প্রস্তুতি নিতে হয়েছে। রিও অলিম্পিকে পায়ে চোট পান। তবু দমে যাননি। লড়েছেন কুস্তির ম্যাট থেকে রাস্তায়।
বিশ্ব কুস্তি ফেডারেশন অভিনন্দন বার্তায় লিখেছে, ‘ভরসা রাখ, উড়তে পারো!’
Vineesh Phogat
ব্রিজভূষণের গালে চড়, বিনেশের জয়ে মহাবীর
×
Comments :0