Cyclone

রবিবার উপকূল অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

রাজ্য

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলের কাছাকাছি ২৬ মে পৌঁছাতে পারে।
যার জেরে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা গুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর সাথে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শুক্রবার একটি গভীর নিম্নচাপে ঘনীভূত হতে পারে। তার পরের দিন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার সন্ধ্যার মধ্যে সেই ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছাবে একটি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে।
আবহাওয়া অফিস রবিবার পর্যন্ত জেলেদের উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার কথা বলেছে।

Comments :0

Login to leave a comment