IIT Bombey student suicide

আইআইটি বম্বেতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, জাত বিদ্বেষের অভিযোগ পড়ুয়াদের

জাতীয়


আইআইটি মুম্বাইতে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার দুপুরে পোওয়াই ক্যাম্পাসের সাত তলা বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ১৮ বছরের এক ছাত্র। মৃত ছাত্রের নাম দর্শন সোলাঙ্কি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পুলিশের দাবি ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। যদিও মৃত ছাত্রের সহপাঠীদের দাবি জাত বিদ্বেষের শিকার ওই ছাত্র।


আমেদাবাদ থেকে আসা ছাত্র দর্শন সোলাঙ্কি তপশিলি জাতিভুক্ত ছিলেন। মাত্র তিন মাস আগেই কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল শেষ হয় প্রথম সেমিষ্টার। ছাত্রের মৃত্যুর পর আইআইটি বম্বের আম্বেদকর পেরিয়ারি ফুলে স্টাডি সার্কেল ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে। তার উত্তরে বেশ কয়েকজন ছাত্র পাল্টা জাত বিদ্বেষের বিষয়টি টুইট করে। একজন ছাত্র লেখেন ‘লুকানোর কোনও বিষয় নেই, তপশিলি ও আদিবাসী ছাত্র ছাত্রীরা ব্যাপক মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন। বিভেদের শিকার হচ্ছেন। তার সঙ্গে জড়িত ছাত্রদের একাংশ, শিক্ষক ও শিক্ষাকর্মীরাও।’

Comments :0

Login to leave a comment