সুপ্রিম কোর্টে শপথ নিলেন নতুন পাঁচ বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের নতুন ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পাঁচ বিচারপতিকে এদিন শপথবাক্য পাঠ করান।
পাঁচ বিচারপতির নাম - বিচারপতি পঙ্কজ মিথাল, বিচারপতি সঞ্জয় করোল, বিচারপতি পি. ভি. সঞ্জয় কুমার, বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি মনোজ মিশ্র। দুই দিন আগে কেন্দ্র এই বিচারপতিদের নামে সবুজ সংকেত দেয়।
গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের কলেজিয়ম এই বিচারপতিদের নাম সুপারিশ করেছিল এবং তা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের।
পাঁচজন নতুন বিচারক যুক্ত হওয়ার ফলে, শীর্ষ আদালতের সংখ্যা ৩২ জন বিচারকে গিয়ে পৌঁছেছে, যা সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ক্ষমতার চেয় দুই সংখ্যা কম। অন্যদিকে, এই বছরই নয়জন বিচারপতির অবসর নেবেন, তখন সুপ্রিম কোর্টে ফের শূন্যপদ বাড়বে।
Comments :0