পাকিস্তানের মসজিদে বিষ্ফোরণে মৃতের সংখ্যা ৮৩ পাকিস্তানের মসজিদে বোমা বিষ্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৩। সোমবার পেশোয়ারের একটি মসজিদে নামাজের সময় শক্তিশালী আত্মঘাতী বোমা বিষ্ফোরণে ঘটনাস্থলেই প্রায় ৫০ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন প্রায় ১৫০ জনের কাছাকাছি। সেই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বিপর্যয় মোকাবিলা ও পুলিশ এসে ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করলে আরও মৃতদেহ উদ্ধার হয়। কড়া নিরাপত্তায় ঘেরা হাই সিকিউরিটি জোন পুলিশ লাইনের ভেতরে এসে আত্মঘাতী বোমারু নিজেকে উড়িয়ে দেন। মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশ কর্মী ও আধা সামরিক বাহিনী ও স্বাস্থ্যকর্মী।
ঘটনার পরই এই বিষ্ফোরণের দায় নিয়ে ভিডিও পোষ্ট করেছে তেহেরিক-ই-তালিবান নামে একটি উগ্রপন্থী সংগঠন। পেশোওয়ার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ২০২০’র অক্টোবরের পর এটাই সব থেকে বড় বিষ্ফোরণের ঘটনা ঘটল। আফগানিস্তান সংলগ্ন খাইবার পাখতুনের রাজধানী পেশোয়ারে ক্রমেই বাড়ছে উগ্রপন্থী কার্যকলাপ বলে দাবি পুলিশের।
Comments :0