রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটকে বানচাল করার উদ্দেশ্যে রীতিমতো হুমকির পথ বেছে নিল তৃণমূল। গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে বৃহস্পতিবার তাদের নির্লজ্জ আস্ফালন দেখল কোচবিহার জেলার দিনহাটা। এদিন দিনহাটা শহরের দপ্তর বিডি অফিস সহ দিনহাটা শহরের বিভিন্ন বিদ্যালয় গিয়ে ধর্মঘটের শামিল না হতে আধিকারিক থেকে কর্মচারী সকলকেই তৃণমূল নেতা বিশু ধরের নেতৃত্বে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গেল দিনহাটা পৌরসভার পৌর প্রধান গৌরী শংকর মহেশ্বরী, উপ পৌর প্রধান সাবির সাহা চৌধুরী সহ তৃণমূল কর্মীদের।
বকেয়া মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ অবিলম্বে মিটিয়ে দেওয়া, স্বচ্ছতার সাথে শূন্য পদে স্থায়ী নিয়োগ ও অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, বিভাজনের রাজনীতি বন্ধ করে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এই ৩ দফা দাবি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে ১০ মার্চ শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মী সংগঠনগুলি। কোচবিহার জেলাতেও অধিকাংশ কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মীরা এই ধর্মঘটে সামিল হবেন। এই আঁচ পেয়েই ধর্মঘটের ঠিক আগের দিন সকাল থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে দিনহাটা শহরের বিভিন্ন সরকারি দপ্তর এবং স্কুলগুলিতে গিয়ে ধর্মঘটের সামিল না হতে হুঁশিয়ারি দিতে দেখা গেল শাসকদলের এই নেতাকর্মীদের। যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Comments :0