ত্রিপুরার সিপিআই(এম) কর্মী কমরেড দিলীপ শুক্ল দাসকে পিটিয়ে খুন করল বিজেপি দুর্বৃত্তরা। শনিবার গভীররাতে কল্যানপুরের দ্বারিকাপুর পঞ্চায়েত প্রধান কৃষ্ণকমল দাসের নেতৃত্বে বিজেপি দুর্বৃত্তরা হামলা চালায় দিলীপ শুক্ল দাসের বাড়িতে। বিজেপি দুর্বৃত্তদের প্রাণঘাতী হামলায় মারাত্মকভাবে জখম হন দিলীপ শুক্ল দাস। আজ সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় কমরেড দিলীপ দাসের। মৃত্যুর পরে মরদেহ পরিবার তথা পার্টির হাতে তুলে দিতেও বাঁধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
ক্ষোভে শুক্ল দাসের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে আগরতলা হেরিটেজ পার্কের সামনে বিক্ষোভ দেখান পার্টি কর্মী এবং সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে শাসকদলের নির্দেশ অনুসারে কাজ করার অভিযোগ করেন ত্রিপুরার সিপিআই(এম) রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, পুলিশ শাসকদল বিজেপির কথামতো শহীদ শুক্ল দাসের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপনের কাজে বাধা দিচ্ছে । শেষকৃত্যেও বাধা দিচ্ছে।
চৌধুরী বলেন, গত পাঁচ বছর ধরে রাজ্যে ঘটে চলা একের পর এক খুন, ধর্ষণের একটারও কোনো তদন্ত করেনি পুলিশ, অথচ সিপিআই(এম) কর্মী খুন হলেই অতি তৎপর হয়ে ওঠে পুলিশ।
সিপিআই(এম) বলেছে, নির্বাচনে পরাজয় অবধারিত বুঝেই এভাবে হামলা চালাচ্ছে বিজেপি। ভোট গণনার আগে ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে। ভোটের আগেও সেই চেষ্টা বিজেপি করেছে। মানুষ প্রতিরোধ করে ভোট দিয়েছেন। এবারও মানুষ প্রতিরোধ করছেন।
Comments :0