Tulsidas Balaram Passes Away

ভারতীয় ফুটবলে নক্ষত্র পতন, প্রয়াত তুলসীদাস বলরাম

জাতীয়

ভারতীয় ফুটবলে (Indian Football) নক্ষত্র পতন। চির ঘুমে চলে গেলেন ভারত বিখ্যাত ফুটবলার তুলসীদাস বলরাম (Tulsidas Balaram)। বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘ কয়েক বছর ধরেই যকৃতের অসুখে ভুগছিলেন। সম্প্রতি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু শেষ রক্ষা হল না। থাকতেন হুগলীর উত্তরপাড়ায় ভাইপো ভাইঝিদের কাছে। তারাই দেখাশোনা করতেন বর্ষীয়ান এই ফুটবলারের। 
১৯৫৬ সালে ভারতের অলিম্পিকের ফুটবল দলের শেষ জীবিত সেনাপতি বলরাম। পি কে-চুনী-বলরাম একসঙ্গে উচ্চারণ করা হত এই ত্রয়ীকে। ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হত তাঁকে। দুই কাছের বন্ধুকে শেষ কয়েক বছরে হারিয়ে ভেঙে পড়েছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে ‘পি কে-চুনী-বলরাম’ ত্রয়ী যুগেরও অবসান হল।


জীবনের শেষ কয়েক বছর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বাড়ির চার দেওয়ালে। সংবাদ মাধ্যম, শুভানুধ্যায়ী, অনুরাগী, কারোর সঙ্গেই দেখা করতে চাইতেন না, একরাশ ক্ষোভ অভিমান জমেছিল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি। তাঁ হাত ধরে লাল হলুদ তাবুতে একের পর এক ট্রফি ঢুকলেও কর্মকর্তারা তাঁর খোঁজ রাখার প্রয়োজন মনে করেননি।  সেই অভিমান নিয়েই নিঃশব্দে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুর সাথে সাথেই শেষ হল ভারতীয় ফুটবলের এই দীর্ঘ ইতিহাসের।

Comments :0

Login to leave a comment