ফুলবাড়ির মোবাইল ও ফটোকপির দোকান থেকে আন্তর্জাতিক সিমকার্ড উদ্ধারের ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো দয়াল বর্মন ও রাজু রায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি সিমবক্স সহ বেশ কয়েকটি সিম, রাউটার, কম্পিউটার সহ বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিলো পুলিশী অভিযানে। শিলিগুড়িতে সিম বক্স ব্যবহার করে বিদেশ ফোন করা হচ্ছিলো। সিম বক্স ব্যবহার করে অপরাধমূলক কাজকর্মও চলছিলো এমন অভিযোগ ছিলো। সেই অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে গত বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালি মোড় এলাকা থেকে সাব্বির আলি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। জটিয়াকালি মোড় এলাকায় একটি দোকানে অবৈধভাবে আধার, ভোটার কার্ড তৈরী সহ নানা বেআইনী কাজ করছিলো ওই যুবক। দোকানটিতে স্পেশাল অপারেশন গ্রুপ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই দোকান থেকেই আন্তর্জাতিক ফোনকল ব্যবহারের জন্য সন্ন্যাসীকাটা নিবাসী সাব্বির আলিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুমান আন্তর্জাতিক চক্রের সাথে তার যোগ রয়েছে। এরপরেই তদন্তের ভার দেওয়া হয় শিলিগুড়ি ডিটেক্টিভ ডিপার্টমেন্টকে। তারা তদন্তে নেমে মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে দয়াল বর্মন ও রাজু রায়কে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই ব্যক্তি এই অসাধু চক্রের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তুলে তদন্তের স্বার্থে রিমান্ডে নেবার আবেদন জানানো হয়েছে।
Two More Arrested
আন্তর্জাতিক সিমকার্ড উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আরো দুই
×
Comments :0