সামরিক সংঘাত সমাধান আনবে না। ভারত এবং পাকিস্তানের দু’দেশের উদ্দেশ্যেই এই বার্তা দিলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেও সোমবার এক বিবৃতিতে গুতেরেজ বলেছেন, ‘‘ভুল করবেন না। সামরিক সংঘাত কোনও সমাধান আনবে না। দু’দেশের সরকারের কাছেই আবেদন জানানো হচ্ছে।’’
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর দু’দেশের সম্পর্ক ঘিরে উত্তেজনা বাড়ছে। সংবাদসংস্থার খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কয়েকটি রাজ্যে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতির একাধিক কার্যক্রমের জন্য বলেছে। তার মধ্যে রয়েছে নাগরিকদের ‘মক ড্রিল’। সংবাদসংস্থা জানাচ্ছে, ৭ মে এই রাজ্যগুলিকে ‘মক ড্রিল’ করতে বলেছে কেন্দ্র। বিপদসংকেত জানিয়ে সাইরেন বাজলে অসামরিক নিরাপত্তায় কী করণীয় তার মহড়া দিতে বলেছে।
এদিকে পাকিস্তানও ‘জবাব দেওয়ার’ কথা শোনাচ্ছে। পহেলগাম পরবর্তী পরিস্থিতিতে ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধেও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য জানাতে চায় পাকিস্তান।
এই পরিস্থিতেই রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বলেছেন, ‘‘উত্তেজনা প্রশমনে দু’দেশের মধ্যে কথা বলতে তৈরি আমরা। দু’দেশের সরকার এবং জনতার প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল। রাষ্ট্রসঙ্ঘ এবং রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা বাহিনীর কাজে দু’দেশের অবদানকে আমরা শ্রদ্ধার চোখে দেখি। পহেলগামে জঘন্য সন্ত্রাসবাদী হামলার পর জনতার আবেগকে আমরা অনুভব করি। হামলায় নিহতদের পরিবার এবং আহতদের প্রতি গভীর সহমর্মিতা জানাই।’’
গুতেরেজ বলেছেন, ‘‘নিরস্ত্র নাগরিকদের ওপর এই হামলা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে হবেই। আইন এবং নির্ভরযোগ্য পদ্ধতি অনুযায়ী শাস্তিবিধানের কাজ করতে হবে। এই জটিল সময়ে দরকার দু’দেশের সামরিক সংঘাতের পরিস্থিতি এড়ানো। তা না হ’লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’’
গুতেরেজ বলেছেন, ‘‘কূটনৈতিক পদ্ধতিতে সমাধান এবং শান্তি বজায় রেখে ব্যবস্থা নেওয়ার পক্ষে যে কোনও প্রয়াসে সহায়তা করতে তৈরি রাষ্ট্রসঙ্ঘ।’’
ভারতের বক্তব্য, পাকিস্তান নিজের মাটিতে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। সীমান্তপার সন্ত্রাসবাদ চালান করছে ভারতে। সন্ত্রাসবাদের ঘঅঁটি ভাঙার মতো ভরসাজনক কোনও ব্যবস্থা নিচ্ছে না। পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ওঠা অভিযোগ যদিও অস্বীকার করছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘নিরপেক্ষ তদন্ত’-র প্রস্তাব দিয়েছেন। ভারত সেই প্রস্তাব কূটনৈতিক স্তরে খারিজ করেছে।
Indo-Pak UN
সামরিক সংঘাত সমাধান আনবে না, দু’দেশকে বার্তা রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের

×
Comments :0