দেশের রাজধানীতে অবস্থানে এসএসসি'র চাকরিহারারা। বুধবার দুপুর থেকে দিল্লির যন্তরমন্তরের সামনে চাকরিহারা শিক্ষকদের ধর্না অবস্থান শুরু হয়। প্রায় ৭০ জন শিক্ষিক ও শিক্ষাকর্মী এই অবস্থানে বসেছিলেন। বিকেল ৫টা পর্যন্ত তাঁরা অবস্থান চালান।
সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে বাসে করে প্রায় ৬৫ জন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আজ সকালে তাঁরা দিল্লি পৌঁছান। দুপুর ২টো থেকে ৫ টা পর্যন্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে তাঁরা অবস্থানে বসেন। তাঁরা অবস্থান থেকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান তাঁদের পাশে এসে দাঁড়ানোর জন্য। বুধবারই তাঁরা কলকাতা ফিরবেন বাসে করেই।
মন্তব্যসমূহ :0