CHILDREN against Polarisation

‘তোমরা কেমন বড়, মানুষ মারার দাঙ্গা কর’

কলকাতা

CHILDREN against Polarisation শুক্রবার মৌলালীতে মনোজ আচার্যের তোলা ছবি।

অস্ত্র হাতে মিছিল দেখছে ছোটরা। দেখছে ধর্মের নামে হিংস্র হামলা। রামনবমীতেই রাজ্যের কয়েক জায়গায় হয়েছে সাম্প্রদায়িক অশান্তি। 

ছোটদের নিয়েই জুড়ে থাকার চেতনা ছড়ালো কিশোর বাহিনী। মৌলালী মোড়ে শিশু কিশোররা ধরল লম্বা ব্যানার। লেখা- ‘তোমরা কেমন বড়? মানুষ মারার দাঙ্গা কর?

ধর্মীয় উন্মাদনার ছড়াতে শিশুমনকেও বাদ রাখছে না আরএসএস-বিজেপি। বিভেদের বিপক্ষে, সম্প্রীতির পক্ষে কিশোর বাহিনী তাই শামিল করেছে ছোটদের।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন