আদানি-রিলায়েন্সের কোটি টাকা কর বাকি রয়েছে খোদ প্রধামন্ত্রীর রাজ্য গুজরাটে। গুজরাট বিধানসভায় এই তথ্য প্রকাশ করল সে রাজ্যের বিজেপি সরকার। মোট ৪৪৭ টি সংস্থা যারা দু’বছরের বেশি সময় ধরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট (VAT)দেয়নি। ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা ভ্যাট বকেয়া রয়েছে। এই ৪৪৭টি সংস্থার মধ্যে রয়েছে আদানি গোষ্ঠীর আদানি বাঙ্কারিং ও রিলায়েন্স পেট্রোলিয়ামের নাম। সঙ্গে রয়েছে ওয়েলসপান কর্পোরেশন লিমিটেড, ইন্ডাস টাওয়ার এমনকি ব্যাঙ্ক তছরুপ মামালায় অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ আদানি-রিলায়েন্সই কর ফাঁকি দিচ্ছে দিনের পর দিন কিন্তু তা তোলার কোনও চেষ্টাই করছে না বিজেপি সরকার, দাবি বিরোধীদের।
যে কোনও ধরনের কর সরকারের একটি প্রধান আয়ের উৎস। ওই রাজ্যে বিভিন্ন সংস্থা কত টাকা কর বাকি রেখেছে তা নিয়ে বিধানসভায় প্রশ্ন রেখেছিলেন কংগ্রেস বিধায়ক অনন্ত কুমার প্যাটেল। প্রশ্ন উত্তর পর্বে ওই বিধায়কের প্রশ্নে এই জবাব দেয় সরকার পক্ষ। আদানি-রিলায়েন্স ছাড়াও কর বকেয়া রাখার তালিকায় নাম রয়েছে এসএএল হাসপাতাল ও শ্যালবি হাসপাতালের নাম। কেন্দ্রীয় সরকারি সংস্থার মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের নামও। গুজরাট রাজ্য সরকারি সংস্থা গুজরাট ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের নাম রয়েছে। তেমনি গুজরাট স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন ও গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের মতো সংস্থাগুলোও কর দিচ্ছেনা বলে জানায় গুজরাট সরকার।
Comments :0