শিশুদের মধ্যে বাড়ছে অ্যাডিনো ভাইরাসের প্রকপ। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ নিয়ে কলকাতা মেডিকেল কলেজ, বিসি রায় শিশু হাসপাতাল সহ একাধিক হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। জেনারেল বেড থেকে শুরু করে আইসিইউ সব জায়গায় প্রতিদিন বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। চিকিৎসকদের কথায় শ্বাসকষ্ট হওয়ায় প্রয়োজন পড়ছে অক্সিজেন এবং ভেন্টিলেটরের। এই পরিস্থিতিতে অক্সিজেন, ভেন্টিলেটর, বাইপ্যাপ যাতে পর্যাপ্ত পরিমানে থাকে তার জন্য শনিবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জেলার স্বাস্থ্য অধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় জেলার স্বাস্থ্য কর্তাদের সাথে বৈঠকে বসে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
চিকিৎসকদের কথায় এক থেকে দুই বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই রোগের প্রভাব বেশি। শ্বাসকষ্টের সমস্যা থাকায় অনেককেই অক্সিজেন এমনকি ভ্যান্টিলেটর দিতে হচ্ছে। তাদের মতে করোনা সংক্রমণের কারণে স্কুল বন্ধ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে শিশুদের। তাই এই পরিস্থিতিতে ফের মাস্ক পড়ে থাকার কথাই বলছেন চিকিৎসকরা।
Comments :0