তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিতে জখম হয়েছেন ওই নেতা। বৃহস্পতিবার রাতে চোপড়া থানার ঘিরনিগাঁওয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে জানিয়েছেন এডিশনাল এস পি।
বুধবার ইসলামপুরে মাটিকুণ্ডাতে গোষ্ঠী কোন্দলের মৃত তৃণমূল কর্মী সিভিক ভলেন্টিয়ার।
সেই রেশ কাটতে না কাটতেই ফের গোষ্ঠী কোন্দলে গুলিবিদ্ধ তৃণমূলের নেতা।
বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটেছে চোপড়া ব্লকের কাচাকালি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে তৃণমূলের অঞ্চল সহ সভাপতি জাকির হুসেন কাঁচাকালী এলাকা থেকে মোটরবাইকে চেপে দলুয়া গ্রামে তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে কোটগছ এলাকায় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলিতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। স্থানীয়রা এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশ পৌঁছে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
রাতেই তাকে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকার তৃণমূল নেতা স্থানীয় উপপ্রধান মকসেদুর রহমান বলেন, ‘বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা গুলি ছুড়েছে বলে জানতে পেরেছি।’ খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0