Bangladesh

হাসিনাকে ফেরত চেয়ে ভারতেকে চিঠি ইউনুস সরকারের

আন্তর্জাতিক

হাসিনাকে হেপাজতে চেয়ে সোমবার ভারত সরকারকে চিঠি দিল বাংলাদেশের অন্তবর্তী সরকার। এদিন সাংবাদিকদের ওই দেশের বিদেশ উপদেষ্টা তৌহিস হোসেন জানিয়েছেন যে, ভারত সরকারকে ইউনুস সরকার চিঠি পাঠিয়েছে হাসিনাকে ফেরত চেয়ে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় হেপাজতে নিতে চাইছে সরকার। তিনি আরও জানিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের বন্দিপ্রত্যপর্ন চুক্তি থাকায় ভারত সরকারকে বাংলাদেশ সরকারের হাতে হাসিনাকে তুলে দিতে হবে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য।

গত ৫ আগস্ট সরকারে বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা। 

বাংলাদেশের অন্তবর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মোহাম্মদ ইউনুস বলেন, আন্দোলনরত ছাত্রদের যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে। শেখ হাসিনা সহ যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। 

উল্লেখ্য বাংলাদেশের সাথে ভারতের যেই বন্দি প্রত্যপর্ন চুক্তি আছে তাতে বলা হয়েছে যেই অভিযোগের ভিত্তিতে বন্দি ফেরত চাওয়া হচ্ছে তা যদি কোন রাজনৈতিক অভিযোগ হয় সেই ক্ষেত্রে বন্দি প্রত্যপর্ন নাও হতে পারে।

Comments :0

Login to leave a comment