Workers Movement

শ্রমিক বিক্ষোভে উত্তাল টেক্সমেকো

রাজ্য

ছবি - অভিজিত বসু।

টেক্সমেকো রেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বেলঘড়িয়া শাখায় কন্টাকটার লেবারদের আন্দোলনে উত্তাল টেক্সনেকো কারখানা। সোমবার রাতে দুই শ্রমিক নাইট ডিউটিতে প্রবেশ করার পর তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়। কৃষ্ণ চন্দ্র দুবে এবং সোমনাথ পাঠক নামে দুই ঠিকা শ্রমিকক বি শিফটে কাজ করে তারপর আবার নাইট শিফটে কাজ করতে ঢোকার পরে তাকে ব্ল্যাকলিস্ট করা হয়। এরই প্রতিবাদে এবং মাইনে বাড়ানো স্থায়ী শ্রমিকের সংখ্যা বাড়ানো এবং ক্যান্টিনের শ্রমিকদের খাবারের মানকে সঠিক করার দাবিতে আন্দোলন হয়। ক্যান্টিন পরিষেবায় শ্রমিকদের কোম্পানির পক্ষ থেকে যে দুধ দেওয়া হয় সেই দুধ দেওয়াতে ও কারখানার কতৃপক্ষের দ্বিচারিতা দাবিতেই মঙ্গলবার সকাল থেকে টেক্সমেকো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বেলঘড়িয়া শাখা উত্তাল হয়ে ওঠে। মঙ্গলবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ করে শ্রমিকদের দাবি ব্লাকলিস্ট করা দুই শ্রমিককে অবিলম্বে কাজে ফিরিয়ে আনতে হবে। তারা জানান,  ১২ বছরে শ্রমিকদের মাইনে বেড়েছে ২ টাকা ৪৭ পয়সা, এই টাকাতে সংসার চালানো সম্ভব। তাই দাবি শ্রমিকদের মাইনে বাড়াতে হবে সমস্ত শ্রমিককে সমানভাবে দুধ পরিষেবা দিতে হবে এবং ক্যান্টিনের পরিষেবা উন্নত মানের করতে হবে। স্থায়ী শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। একাধিক দাবি তুলে এদিন টেক্সেমেকো কারখানার গেটে শ্রমিক আন্দোলনে উত্তাল হয়ে ওঠ। কারখানায় কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে বেলঘড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে।

Comments :0

Login to leave a comment