এদিন ম্যাচের ৩২ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা। জাভি হার্নান্দেজের পাস ধরে বিপক্ষ বক্সে ঢোকেন কৃষ্ণা। তারপর গতি এবং গায়ের জোরে মার্কারকে টপকে প্রায় জিরো ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গোল করেন তিনি। যদিও এর কিছু আগে, ২৪ মিনিটের মাথায় জাভি হার্নান্দেজের ফ্রিকিক থেকেও গোলের সুযোগ তৈরি করেছিল বেঙ্গালুরু।
ম্যাচের প্রথম এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে কেরালার তুলনায় বেশিবার গোলের কাছাকাছি পৌঁছেছিলেন জাভি হার্নান্দেজ এবং রয় কৃষ্ণারা। যদিও দখলের হারে হোম টিমের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল কেরালা। এদিন গোটা ম্যাচে কয়েকটি হাফ চান্স ছাড়া তেমন ভাবে সুযোগ তৈরি করে উঠতে পারেননি কেরালার খেলোয়াড়রা।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চমে উঠে এল বেঙ্গালুরু। অপরদিকে একইসংখ্যক ম্যাচ খেলে কেরালার সংগ্রহ ৩১ পয়েন্ট। লিগ তালিকার তৃতীয় স্থানে রইল তাঁরা।
Comments :0