উপাচার্যহীন যাদবপুর বিশ্ববিদ্যালয়। মেয়াদ শেষ হওয়ার চার দিন আগেই বিজ্ঞপ্তি দিয়ে বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে উপাচার্য পদ থেকে সরিয়ে দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। ২৭ মার্চ রাজভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গত বছর ২০ এপ্রিল অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয় ভাস্কর গুপ্তকে। ৩১ মার্চ তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। ওই দিন তার চাকরির মেযাদও শেষ হচ্ছে।
উল্লেখ্য বর্তমানে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। যার মধ্যে অন্যতম যাদবপুর।
Comments :0