Ram Rahim

রাম রহিমের সাথে উৎসবে মাতলেন বিজেপি নেতারা

জাতীয়

জেল থেকে প্যারলে মুক্তি পেয়ে হরিয়ানার বিজেপি নেতাদের সাথে ‘স্বাধীনতা’ পালন করলেন রাম রহিম। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহকে খুন ও সিরসার আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচা সৌদা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাবাসের রায় দিয়েছিল হরিয়ানার আদালত

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে যে ডেরা প্রধান ধর্ষন এবং খুনের আসামী রাম রহিম তরোয়াল দিয়ে কেক কাটছেন। 

৪০ দিনের জন্য প্যারলে মুক্তি পেয়েছে রাম রহিম। স্বঘোষিত এই গুরুর স্বাধীনতা পালন করেন তাঁর কয়েকজন শিষ্য। আর সেই অনুষ্ঠান আলো করে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ কৃষাণলাল পানওয়ার এবং প্রাক্তন মন্ত্রী কৃষাণকুমার বেদীও।   

Comments :0

Login to leave a comment