ফের অমানবিকতার নজির রায়গঞ্জে। আবর্জনার মধ্যে বৃদ্ধাকে ফেলে পালিয়ে গেল ছেলেরা। এমনটাই অভিযোগ উঠে এসেছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। নিজের মা মানসিক ভারসাম্যহীন। ছেলেদের কাছে এখন বোঝা হয়ে দাড়িয়েছে। মাকে সহ্য করতে পারছিলেন না ছেলেরা। রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্ত্বরে আবর্জনার মধ্যেই বৃদ্ধাকে ফেলে পালিয়ে গেল ছেলেরা। এমনই অভিযোগ উঠে এসেছে ছেলেদের বিরুদ্ধে। হতভম্ব রায়গঞ্জ মেডিকেল কলেজের নার্স থেকে কর্মীরা। মেডিকেল কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা কর্মী জানান, দুই দিন আগে রাতে ওনার ছেলেরা কেউ এসে বৃদ্ধা মহিলাকে ফেলে দিয়ে গেছে।
তিনি বলেন, পুলিশ ক্যাম্পে বিষয়টি জানানো হলেও তারা কোনও সহযোগিতা করেনি। বৃদ্ধার চলার ক্ষমতা নেই। হাসপাতালের এক রোগীর পরিজন জানিয়েছেন, বৃদ্ধা এদিক থেকে ওইদিকে যাচ্ছেন। নোংরা মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার অভীক মাইতি বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনও রোগী মেডিকেল কলেজে ভর্তি না হচ্ছে ততক্ষন হাসপাতালে চিকিৎসা শুরু করা অসুবিধা আছে। হাউস কিপিং স্টাফদের বলে দেওয়া হয়েছে। এ খবর লেখা পর্যন্ত আবর্জনার বাইরে তুলে নিয়ে এসেছে স্থানীয় সমাজ কর্মীরা। অমানবিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে রায়গঞ্জ শহর এলাকায়।
Comments :0