BVR SUBRAHMANYAM

নতুন সিইও পেল নীতি আয়োগ

জাতীয়

NITI AYOG WORLD BANK PRIME MINISTERS OFFICE BENGALI NEWS

নীতি আয়োগের নতুন সিইও হলেন বিভিআর সুব্রমন্যয়ম। পরমেশ্বরণ আইয়ারের জায়গায় এলেন সুব্রমন্যয়ম। প্রসঙ্গত, দুই বছরের জন্য বিশ্বব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে যোগ দিয়েছেন পরমেশ্বরণ আইয়ার।

সুব্রমন্যয়ম জম্মু-কাশ্মীরের মুখ্য সচিব পদের দায়িত্বও সামলেছেন। ওয়াকিবহাল মহলের মতে, ৩৭০ ধারা রদের খবর আগে থেকে যে কয়জন জানতেন, তাঁদের মধ্যে অন্যতম সুব্রমন্যয়ম। 

সুব্রমন্যয়ম ১৯৮৬ সালের ছত্তিসগড়ের আইএএস ক্যাডার। জম্মু-কাশ্মীরে যাওয়ার আগে তিনি ছত্তিসগড়ের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ছত্তিসগড়ের তৎকালীন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের বিশেষ স্নেহধন্য ছিলেন তিনি। 

এর পাশাপাশি ২০০৪-০৮ সাল অবধি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিবের দায়িত্বও পালন করেন। এরপর কিছুদিন বিশ্বব্যাঙ্কে কর্মরত ছিলেন সুব্রমন্যয়ম। ২০১২ সালে দেশে ফিরে এসে ফের একবার প্রধানমন্ত্রীর দপ্তরে যোগ দেন তিনি। ২০১৪ সালে সরকার বদলের পরেও প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত ছিলেন তিনি। ২০১৫ সালের শেষ দিকে ছত্তিশগড়ে ফিরে আসেন তিনি।  

Comments :0

Login to leave a comment