Saline High Court

স্যালাইনে প্রসূতিমৃত্যু: হাইকোর্টে দায়ের দুই মামলা, নজরে দুর্নীতিচক্র

রাজ্য কলকাতা

নিষিদ্ধ স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাইকোর্টে চলবে দু’টি মামলা। সোমবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি এই দু’টি জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছে। শুনানি হবে বৃহস্পতিবার। 
মেদিনীপুর মেডিকেল কলেজে ‘রিঙ্গার্স লেক্টেট’  স্যালাইন ব্যবহারে বৃহস্পতিবার একাধিক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার তাদের মধ্যে একজন, মামনি রুইদাস, মারা যান। আরো তিনজনকে সংকটজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার। কিন্তু নিষিদ্ধ ওই স্যালাইন ব্যবহার হচ্ছে কি করে তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
রবিবারে মেদিনীপুরে বিক্ষোভ দেখান এসএফআই ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মীরা। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের জন্য দায়ী কারা এবং কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন এই প্রশ্ন তুলেছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। 
এই নির্দিষ্ট স্যালাইনটি কর্ণাটক সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল সেখানেও অসুস্থতার খবর পাওয়া গিয়েছিল। রাজ্য এই স্যালাইন বন্ধ থাকার কথা। কিন্তু তার হয়নি। অভিযোগ, কলকাতার আরজিকর হাসপাতালেও এই স্যালাইন ব্যবহার করা হয়েছে। নির্মাতা যে সংস্থাটির থেকে সরবরাহ সরকারি হাসপাতালে চালু রয়েছে সেটি আবার গজিয়ে উঠেছিল রাজ্যের সরকারের তৃণমূল আসীন হওয়ার পর। 
উল্লেখ্য আর জি কর হাসপাতালে চিকিৎসকছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী চিকিৎসকরা স্বাস্থ্য পরিকাঠাময় ব্যাপক দুর্নীতি এবং দুর্নীতি টিকিয়ে রাখার জন্য থ্রেট কালচারের অভিযোগের সরব। নিষিদ্ধ স্যালাইনের ব্যবহারের সঙ্গে দুর্নীতিচক্রের যোগসাজোস আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের অনেকেই। 
কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দুটি দায়ের করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি এবং কৌস্তুভ বাগচী। বৃহস্পতিবার থেকে একটি মামলার শুনানি শুরু হওয়ার কথা।

Comments :0

Login to leave a comment