জেলা প্রশাসন এবার ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয় মসজিদের একাংশ। উত্তর প্রদেশের ফতেপুরে এই নুরি জামা মসজিদ ১৮০ বছরের পুরনো।
জেলা প্রশাসনের দাবি, মসজিদের বেআইনি একটি অংশ রাস্তায় বাধা তৈরি করছে। মসজিদ কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছিল।
মসজিদ কর্তৃপক্ষ বলেছে, নোটিস পাওয়ার পর এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।
বিচারাধীন নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কেন? জেলা প্রশাসনের যুক্তি আদালতে আবেদন জমা পড়লেও শুনানির জন্য নথিভুক্ত হয়নি। অতিরিক্ত জেলাশাসক অবিনাশ ত্রিপাঠি বলেছেন, মসজিদের যে অংশ ভেঙে দেওয়া হয়েছে তা তৈরি হয়েছিল তিন বছর আগে।
বিচারবিভাগীয় নির্দেশ ছাড়া বুলডোজার দিয়ে নির্মাণ গুড়িয়ে দেওয়ার বিপক্ষে স্পষ্ট রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। উত্তর প্রদেশের মতো বিজেপি শাসিত একাধিক রাজ্যেই বুলডোজারের দাপট নিয়ে উদ্বেগও জানিয়েছিল শীর্ষ আদালত। তবে বিজেপি’র বিভিন্ন সরকারই আদালতের রায়কে অগ্রাহ্য করে এই প্রক্রিয়া জারি রেখেছে।
প্রশাসন বলেছে, পিডব্লিউডি নোটিস দিয়েছিল আগস্টে। মসজিদ কমিটি সহ ১৩৯ জনকে নোটিস ধরানো হয়েছিল। নির্মাণ না সরানোয় জেলা প্রশাসনের সহায়তা চেয়েছিল রাজ্যের এই দপ্তর।
উত্তর প্রদেশেরই সম্ভলে সম্প্রতি ‘মসজিদ সমীক্ষা’ ঘিরে উত্তেজনা তুঙ্গে ওঠে। মসজিদে বিশাল পুলিশ বাহিনী ঢোকে। উত্তেজনার জেরে একাধিক যুবকের মৃত্যু হয়েছে।
Fatehpur Mosque Demolished
ফতেপুরে ১৮০ বছরের মসজিদ ভাঙল প্রশাসন
×
Comments :0