লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল চেন্নাই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২১৭/৭। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে লখনউ। ৯ ওভার শেষে লখনউ-এর স্কোর ৯৬/৩।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লখনউ। শুরু থেকেই বড় শট মারতে শুরু করেন চেন্নাইয়ের ব্যাটাররা। দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে ১১০ রানের জুটি গড়েন। ঋতুরাজ করেন ৫৭ রান এবং কনওয়ের স্কোর ছিল ৪৭। এর পাশাপাশি শিবম দুবে এবং আম্বাতি রায়েডু উভয়েই ২৭ রান করেন।
লখনউ’র হয়ে ৩টি করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং মার্ক উড। আবেশ খান নেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ২২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন লউনউ’র ওপেনার কাইল মায়ার্স। অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন তিনি।
যদিও মায়ার্স আউট হওয়ার পরে কিছুটা শ্লথ হয়েছে লখনউ’র ইনিংস। ২ রানে আউট হন দীপক হুডা। ক্রীজে ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে রয়েছেন মার্কাস স্টোইনিস।
Comments :0