জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শ্রমিক সংগঠন কার দখলে থাকবে সেটা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। শহরের বিভিন্ন এলাকায় পথ অবরোধ। দুই পক্ষ মিলিয়ে এক মহিলা মোট ৪ জন আহত। ঘটনার স্থলে ডিএসপি সমীর পালের নেত্রীত্বে কোতয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে হাসপাতালে জেলা তৃণমুল সভাপতি মহুয়া গোপ। জেলা সভাপতির সাথে তুমুল কথা কাটাকাটি তৃনমূল নেতা কৃষ্ণ দাসের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজ্য নেত্রীত্বের দারস্থ জেলা সভাপতি মহুয়া গোপ। একই সাথে পুলিশ সুপার কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানালেন তৃণমূল জেলা সভাপতি।শহরের কদমতলা মোড়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে সন্ধ্যা থেকে পথ অবরোধ করে মানুষের অসুবিধার সৃষ্টি করেন আইএনটিটিইউ কর্মীরা
টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে তাদেরকে হেঁটে রাস্তা পার হতে বাধ্য করেন আইএনটিটিইউসি কর্মীরা। শহরের নেতাজী পাড়া বাসস্ট্যান্ডের মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন আইএনটিটিইউসির কর্মীরা। প্রতিবেদন পাঠানো পর্যন্ত নেতাজিপাড়া বাসস্ট্যান্ডের মোড়ে ডুয়ার্স ও বিভিন্ন দূরবর্তী জায়গায় যাওয়া বাসগুলি প্যাসেঞ্জার ভর্তি অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অবরোধের ভিড়ের পাশে পুলিশ দাঁড়িয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করলেও বাসগুলি অবরোধ থেকে বের করে দেওয়ার কোন উদ্যোগ পুলিশের তরফে দেখা যায়নি। শহরের বিভিন্ন জায়গায় হোলির বাজার করতে বের হওয়া মানুষরা এই অবরোধের ছেড়ে চরম দুর্ভোগের মুখে পড়েন।
Comments :0