অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা থাকায় চরম বিক্ষোভের মধ্যে পড়েন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে কেন্দ্র থেকে স্থানান্তরিত করার দাবি তোলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের মানিকনগর মাঠের পাড়ায়। মানিকনগর গ্রামটির ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত হওয়ায় গোটা নদীয়া জেলা থেকে বিচ্ছিন্ন। এই গ্রামের পাশেই অবস্থিত পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত নশরতপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রাম। তাই মানিকনগর গ্রামের বাসিন্দারা বাজার হাট, স্কুল, কলেজে পড়তে হলে তাদের পূর্ব বর্ধমান জেলাকেই ব্যবহার করতে হয়। মানিকনগর মাঠের পাড়া গ্রামে রয়েছে নদীয়া জেলার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ২৪০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এদিন এই কেন্দ্রে খাবার নিতে এসে অভিভাবকরা দেখেন খাবারে পোকা দেখা যাচ্ছে। গ্রামবাসীদের দাবি ইতিপূর্বেও এই ঘটনা ঘটেছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে বলেও কোন কাজ হয়নি। একই দাবি করেন এই গ্রামের নির্বাচিত পঞ্চায়েত সদস্য জয়ন্ত মাহাতোও। তিনি বলেন এই ব্যাপারে আমি বিডিও ও সিডিপিওকে অভিযোগ জানাবো। এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী শান্তি রায় ও সহায়িকা রেখা বিশ্বাসও খাবারে পোকা থাকার কথা স্বীকার করে নেন। তাঁরা বলেন এই কেন্দ্রে জানুয়ারি মাসে ডাল এসেছে। তাতে পোকা দেখা দিয়েছে। সেই পোকাই খাবারে দু একটা থেকে গেছে।
Comments :0