rally contract workers

কর্মস্থলে যৌন নিগ্রহ বন্ধ করার দাবিতে মিছিল চুক্তি শ্রমিকদের

কলকাতা

কলকাতা কর্পোরেশন, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ কলকাতার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঠিকা ও চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা মঙ্গলবার দুপুরে কলকাতার রাস্তায়  মিছিল করলেন। সূর্য সেন স্ট্রীট  পরিক্রমা করে মিছিল শেষ হয় কলকাতা বিন্ববিদ্যালয়ের সামনে। সেখানে কিছুক্ষণ পথ অবরোধ করে অবিলম্বে আরজি কর কান্ডের দোষীদের শাস্তির দাবি তোলেন তাঁরা। কলকাতা কনট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের ডাকা এই মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়নের সভাপতি খোকন মজুমদার, সহ সভাপতি দেবাঞ্জন চক্রবর্তী, অমর নস্কর, সাধারণ সম্পাদক সৌম্যজিৎ রজক, সম্পাদক সাগ্নিক সেনগুপ্ত প্রমুখ। এদিনই ইউনিয়নের কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্ণচন্দ্র মণ্ডলকে সম্পাদক, খোকন মজুমদারকে সভাপতি এবং অমর নস্করকে কোষাধ্যক্ষ করে ৩৫ জনের কমিটি নির্বাচিত হয়। এই সম্মেলন থেকেও কর্মস্থলে যৌন নিগ্রহ প্রতিরোধ আইন-২০১৩ বলবৎ করার দাবি উঠে আসে। কর্মসূচীতে কলকাতা বিশ্ববিদ্যালয় এপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বও উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment