২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বামফ্রন্ট নেতৃবৃন্দ জানিয়েছেন, ২০২৩ নির্বাচনে বিজেপিকে রুখতে একজোট হয়ে লড়াই করবে বামফ্রন্ট এবং কংগ্রেস।
এদিন সাংবাদিক সম্মেলন থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বামফ্রন্ট লড়াই করবে মোট ৪৬টি আসনে। এরমধ্যে সিপিআই(এম) প্রার্থীরা লড়বেন ৪৩টি আসনে এবং সিপিআই, আরএসপি এবং ফরোয়ার্ড ব্লক প্রার্থীরা লড়বেন ১টি করে আসনে। রামনগর আসনে নির্দল প্রার্থী আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণকে সমর্থন জানানো হয়েছে। ৪৬ আসনের মধ্যে ২৪টি আসনেই নতুন মুখদের প্রার্থী করা হয়েছে।
সাংবাদিক বৈঠকে ত্রিপুরা বামফ্রন্ট জানিয়েছে, কংগ্রেস প্রার্থীদের জন্য ছাড়া হয়েছে মোট ১৩টি আসন। এবারের নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ভানুলাল সাহা, বাদল চৌধুরী সহ ৮ বর্তমান বিধায়ক প্রতিদ্বন্দিতা করবেন না।
এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য সিপিআই(এম)’র সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জানান, ‘‘ তিপ্রা মোথার সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনও ‘ক্লোজড চ্যাপ্টার’ হয়নি। আলোচনা চলছে।’’
Comments :0