DA Movement

কর্মবিরতি আটকাতে মরিয়া রাজ্য

রাজ্য

২০ এবং ২১ ফেব্রুয়ারি অফিসে না এলে সার্ভিস বুক থেকে একদিন কাটা যাবে সরকারি কর্মীদের। বকেয়া ডিএ’র দাবিতে দুদিনের কর্মবিরতির বিরুদ্ধে এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য অর্থ দপ্তর।

বকেয়া ডিএ’র দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। শহীপ মিনারে অনশন চালাচ্ছেন তারা। আন্দোলনের অংশ হিসাবে সোমবার এবং মঙ্গলবার রাজ্য জুড়ে দুই দিনের কর্মবিরতির ডাক দিয়েছিলেন সরকারি কর্মীরা। 

দুদিনের কর্মবিরতি আটকাতে ওই দুদিন অফিসে আসা বাধ্যতামূলক বলে ঘোষনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে সরকার নির্দেশিকা জারি করলেও নির্দেশিকা মানতে রাজি নয় আন্দোলনরত কর্মীরা। তারা জানিয়ে দিয়েছেন সরকারি ফতোয়া অমান্য করেই তারা নির্ধারিত কর্মবিরতি পালন করবেন। 

Comments :0

Login to leave a comment