Delhi Pollution

দুষণের চাদরে ঢাকলো তাজমহল

জাতীয়

ঘন কুয়াশা আর দুষণের চাদরে ঢাকলো তাজমহল। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে যে গোটা তাজমহল ঢাকা পড়েছে দুষণ আর কুয়াশায়। পর্যটকরা তাজমহল দেখার জন্য সামনে এগিয়ে গেলেও দৃশ্যমানতা এতটাই খারাপ যে তা দেখা যাচ্ছে না।
দুষণ নিয়ন্ত্রণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে খড় পোড়ানোর জন্য দিল্লি, পাঞ্জাব সহ বেশ কিছু জায়গায় দুষণের মাত্রা বেড়েছে। তার ওপর কুয়াশার কারণে দৃশ্যমানতা আরও কমেছে। বর্তমানে দিল্লির বাতাসের গুনগত মান ৪৩২ যা অত্যন্ত খারাপ। একই অবস্থা চন্ডীগড়ের। এই পরিস্থিতিতে কি ভাবে দুষণ নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য বৈঠক ডাকা হয়েছে দিল্লি সরকারের পক্ষ থেকে।
এদিন সকালে দৃশ্যমানতা না থানায় বারানসী, দিল্লি এবং অমৃতসর বিমানবন্দর থেকে বেশ কিছু বিমান বাতিল করা হয়।

Comments :0

Login to leave a comment