অপারেশন থিয়েটারে ডিউটিতে ছিলেন না এমন এক পিজিটি চিকিৎসককেও সাসপেনশনের নোটিশ ধরানো। কোন বর্ষের পড়ুয়া তার ভুল উল্লেখ রেখেও কয়েকজন চিকিৎসককে এমন নোটিশ ধরানো হয়েছে।
ভেজাল স্যালাইন কারবারীদের আড়াল করতে তড়িঘড়ি এমন পদক্ষেপ বলে ক্ষোভ উগরে দিয়ে সরব চিকিৎসকরা। তদন্তের নামে জাল স্যালাইন, নিম্নমানের ওষুধের কারবারীদের আড়ালের চেষ্টা চলছে। দায়ী করা হচ্ছে চিকিৎসকদের।
এই হাসপাতালেই জাল স্যালাইনে প্রসূতিমৃত্যুর ঘটনায় রাজ্যে তোলপাড় পড়েছে। জাল স্যালাইনের সরবরাহ নিয়ে কোনও তদন্ত না করলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসকদের সাসপেন্ড করার ঘোষণা করেছে নবান্ন থেকে। তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর-ও। অথচ, এই ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’ সংস্থার সংশ্লিষ্ট স্যালাইন এখনও রাজ্যের অন্য হাসপাতালে চলছে।
রবিবারই নদীয়ার পলাশীপাড়ায় প্রীতিময়ী হাসপাতালে এই নিষিদ্ধ স্যালাইন দেখতে পান রোগীর পরিজনেরা। তাঁরাই প্রতিবাদ জানান।
রবিবারও মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকরা আন্দোলনে। দায়ের এফআইআর বাতিল এবং সাসপেনশনের নোটিশ ফিরিয়ে নেওয়ার দাবিতে সরব চিকিৎসকরা।
রোগী পরিষেবার দায়িত্ব পালন করে শনিবার মাঝরাত থেকে অধ্যক্ষের ঘরের সামনে দফায় দফায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চিকিৎসকরা। রবিবার রাত আটটা নাগাদ চিকিৎসকদের সাধারণ সভা শুরু হয়েছে। ৭ পিজিটি চিকিৎসক সহ মোট ১৩ জন চিকিৎসকের নামে এফআইআর দায়ের করেছে রাজ্য।
মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীল সেন জানিয়েছেন, পড়ুয়ারা উদ্বেগে রয়েছেন। এখনো পর্যন্ত তারা মানবিকতার কারণে দায়িত্ব পালন করছে। পড়ুয়াদের বক্তব্য সহ আমাদের বক্তব্য অধ্যক্ষ স্বাস্থ্য ভবনে জানিয়েছেন।
অপরদিকে প্রসূতি ও অ্যানেস্থেশিয়া বিভাগে আংশিক কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকেরা।
Medinipur Medical College Saline
জাল স্যালাইনের কারবারীদের আড়াল করতে দায় চিকিৎসকদের ওপর, রাতেও সরব মেদিনীপুর মেডিক্যাল
×
Comments :0