পরপর দুই জোরালো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বার্মার বিভিন্ন অংশ। ৯০০ কিলোমিটার দূরে ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও।
ভূমিকম্পের অভিঘাতে মান্দালয়ে আভা ব্রিজ ভেঙে পড়েছে। ইরাবতী নদীতে ব্রিজ ভেঙে পড়ার পাশাপাশি বহু এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাংককে দেখা গিয়েছে কম্পন শুরু হওয়ায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় দৌড়াদৌড়ি করছেন।
পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। পুকুরে আচমকায় জলোচ্ছ্বাস দেখা গিয়েছে শুক্রবার দুপুরে।
ব্যাংককের বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বহুতল গুঁড়িয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। বড় বড় মল এবং বহু তলের উপরে জলের ট্যাংক থেকে ফোয়ারার মতন জল ছিটকে বেরতে দেখা গিয়েছে।
বার্মায় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬.৪ এবং ৭.৭।
Earthquake
বার্মায় ভূমিকম্প, ইরাবতী তে ভেঙে পড়ল ব্রিজ, কেঁপে উঠল ব্যাংককও

×
Comments :0