রবিবারের ম্যাচেও গোলের নেপথ্যে ছিল ক্লেইটন সিলভা এবং নওরেম মহেশ জুটির বোঝাপড়া। চলতি মরশুমে ইস্টবেঙ্গলের ৯০ শতাংশ গোল এই জুটির বোঝাপড়ার ফসল।
এদিন মুম্বইয়ের থেকে বল দখলের নিরিখে পিছিয়ে থাকলেও আক্রমণ তুলে আনার ক্ষেত্রে পিছিয়ে ছিল না ইস্টবেঙ্গল। তারফলে উপভোগ্য ফুটবলের সাক্ষী থেকেছে মুম্বই ফুটবল অ্যারিনা। প্রতিপক্ষ গোল লক্ষ করে মুম্বই ১৫টি এবং ইস্টবেঙ্গল ১৩টি শট নিয়েছে। দুই দলের ৫টি শট গোলে থেকেছে। যদিও সারা ম্যাচ জুড়ে ইস্টবেঙ্গলের প্রায় দ্বিগুন পাস খেলেছে মুম্বই।
জয় এবং পয়েন্টের নিরিখে দেখতে গেলে ২০২২-২৩ মরশুম আইএসএল’এ ইস্টবেঙ্গলের সবথেকে সফল মরশুম। ২০২০ সাল থেকে আইএসএল এ খেলছে ইস্টবেঙ্গল। প্রথম মরশুমে ২টি এবং দ্বিতীয় মরশুমে ১টি ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গল। সেদিক দিয়ে দেখলে চলতি মরশুমে গত দুই মরশুমের দ্বিগুণ ম্যাচ জিতেছে লাল হলুদ। একইসঙ্গে লাল হলুদ শিবিরের আক্ষেপ, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এবং ওডিশার বিরুদ্ধে দুটি ম্যাচেই এগিয়ে গিয়েও হারতে হয়েছে। এই ৪টি ম্যাচে সহজ জয় হাতছাড়া না করলে প্রথম ছয়ের দৌড়ে প্রবল ভাবে থাকার কথা ইস্টবেঙ্গলের।
Comments :0