শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ হঠাৎ আবর্জনার স্তূপ থেকে ধোঁয়া বেরোতে দেখে স্টেশনে আসা যাত্রীরা। শ্রীরামপুর স্টেশনের চার নম্বর লাইনের দিকে আবর্জনার স্তূপ রয়েছে। সেই স্তূপে কে বা কারা বিড়ি খেয়ে ফেলে দেয়। সেই থেকেই আগুন ধরে যায় আবর্জনার স্তূপে। আগুন নেভাতে শ্রীরামপুর দমকল বিভাগে খবর দেয় স্থানীয় দোকানদাররা। শ্রীরামপুর স্টেশনের চার নম্বর লাইনের দিকের রাস্তা সরু হওয়ার কারনে এক নম্বর লাইনের দিকে দমকলের ইঞ্জিন আসে। রেল লাইনের উপর দিয়েই দমকলের পাইপ নিয়ে যেতে হয়। আগুন নেভাতে দমকলের পাইপ রেললাইনের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। ফলে প্রায় আধ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর পরে আবার ট্রেন চলাচল শুরু হয়।।
Srirampore
শ্রীরামপুর স্টেশনের পাশে আবর্জনার স্তূপে আগুন, বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বিঘ্নিত
×
Comments :0