প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা অধ্যাপক জীবন মুখার্জি। মঙ্গলবার সকাল পৌনে নটা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ২০১১ ও ২০১৬ সালেও জীবন মুখার্জি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে থেকে নির্বাচিত হন। তার পর তাঁকে আর নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি। তারপর সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন তিনি। যেতেন না তৃণমূলের কোন কর্মসুচিতেও।
অধ্যাপনার পাশাপাশি একাধিক বই লিখেছেন তিনি। তাঁর লেখা পাঠ্যবই পড়ানো হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের। ইতিহাস কেন্দ্রিক বই লিখতেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। সূত্র মারফত জানা গেছে গত ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন বিধায়কের। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
Jiban Mukhopadhyay
প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জীবন মুখার্জি
×
Comments :0