সাডেন ডেথে বেলজিয়ামকে ৫-৪ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য হকি বিশ্বকাপ জিতল জার্মানি। রবিবার নির্ধারিত সময় শেষে খেলার স্কোর ছিল ৩-৩। স্বাভাবিক নিয়মে ফাইনাল গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট আউটেও মীমাংসা না হওয়ায়, ম্যাচ পৌঁছয় সাডেন ডেথে। মাথা ঠান্ডা রেখে সেখান থেকেই ট্রফি জেতে জার্মানি।
এদিন ম্যাচের শুরুর ১০ মিনিটের মধ্যেই ফ্লোরেন্ট ভ্যান অউবেল এবং ট্যাঙ্গুই কোসিন্সের গোলে ২-০ ব্যাবধানে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর জার্মানির হয়ে পরপর ৩ গোল করেন নিকলাস ওয়েলেন, গোনজালো পেইলাট এবং ম্যাটস গ্রামবুশ। জার্মানি এগিয়ে যায় ৩-২ গোলে। কিন্তু নির্ধারিত সময়ের শেষের কয়েক মিনিটে খেলায় ফেরে বেলজিয়াম। পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে সমতায় ফেরান টম বুন।
এরপর পেনাল্টি শুটআউট হয়ে ম্যাচ গড়ায় সাডেন দেথে। সাডেন ডেথে জার্মানির গোলরক্ষক অ্যালেক্স্যান্ডার স্ট্যাডলার ট্যাঙ্গুই কোসিন্সের শট সেভ করেন। সেই সেভের জোরেই তৃতীয় বারের জন্য হকির বিশ্ব চ্যাম্পিয়ন হলেন জার্মানরা।
Comments :0